আজকাল অনেকেই শেয়ারে অর্থ বিনিয়োগ করছেন। আবার অনেকে শেয়ারকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করেন। না বুঝে অর্থ বিনিয়োগ করার কারণে অনেকই পড়তে হচ্ছে বিপদে। শেয়ার বাজার মূলত একটি লাভজনক বিনিয়োগ খাত, যদি আপনি সঠিক নিয়মে বিনিয়োগ করতে পারেন, তবেই লাভবান হতে পারবেন। একটা কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের মোট মূলধনকে শেয়ার মূলধন বলে। ১০০টি শেয়ার থাকলে কেউ যদি ১০টি শেয়ার ক্রয় করেন, তবে সে উক্ত প্রতিষ্ঠানের ১০% শেয়ারের মালিক হবে। শেয়ার কেনার আগে কিছু বিষয় বিবেচনা করা উচিত যা আপনার বিনিয়োগকে নিরাপদ রাখবে।
সাধারণত শেয়ারের গ্রোথ ভ্যালু অথবা লভ্যাংশ আয় দেখে শেয়ার বিবেচনা করা হয়। এই ক্ষেত্রে উচ্চ আয় সম্পন্ন একটি কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান পছন্দ করুন এবং তার সাথে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনা করুন। এতে আয়ের সার্বিক ধারণা পেয়ে যাবেন। এছাড়া শেয়ার মূল্য আয় (price earings) অনুপাত দেখতে পারেন। একটি প্রতিষ্ঠানের শেয়ার মূল্য অনুপাত যত বেশি সেই প্রতিষ্ঠানটি তত ভালো। শেয়ার ব্যবস্যার কথা বিবেচনা করে শেয়ার ক্রয়, বিক্রয় ও হস্তান্তরসহ সকল কার্যাদি সুষ্ঠভাবে পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা নিয়ে এসেছি MicroFinance Management System BD - MFMSBD সফটওয়্যারটি। যার মাধ্যমে শেয়ার বন্টন, ক্রয় ও বিক্রয়ের সহায়ক হিসাবে কাজ করবে।
⭐বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://www.mfmsbd.com/registration