স্থায়ী আমানত (Fixed Deposit) সাধারণত একটা নির্দিষ্ট মেয়াদের জন্য রাখা হয়। এই মেয়াদ বিভিন্ন সময়ের জন্য হতে পারে যেমন- ১ মাস, ৩ মাস, ৬ মাস, ১ বছর এবং ১ বছরের অধিক সময়।
MFMS BD is the best microfinance software in Bangladesh. It is a software to manage the day-to-day business activities of all types of cooperative society, NGOs and multi-purpose cooperative society very easily.
যেকোনো ধরনের সমবায় সমিতি, এনজিও ও মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’র চালিকা শক্তি উক্ত প্রতিষ্ঠানের সক্রিয় সদস্যবৃন্দ। যে সমিতিতে যত বেশি সদস্য, সেই সমিতি তত বেশি সমৃ্দ্ধ।
ক্ষুদ্র ও কুটির শিল্পের স্বল্প পুঁজির উৎপাদকগণ নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য যে সমবায় সংগঠন গঠন করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। সাধারণভাবে ক্ষুদ্র ও কুটির শিল্পের মালিকগণ তাদের সীমিত আর্থিক সম্পদের কারণে বৃহদায়তন উৎপাদনের সুবিধা ভোগ করতে পারে না।
ঐক্যবদ্ধ থাকার ওপরই সমবায়ীদের সফলতা নির্ভর করে বিধায় “ঐক্যই শক্তি” সমবায়ের প্রধান মূলনীতি। সকলে মিলে একভাবে একমনে ও একত্রে চলার দৃঢ় অভিব্যক্তি, প্রবণতা ও অবস্থাকে একতা বলে।
সমবায় অর্থনীতি কীএকটি সমবায় প্রতিষ্ঠান এমনও হতে পারে, যেখানে ব্যবসাটি এর সুবিধাভোগী সবাই সমভাবে নিয়ন্ত্রণ করে অথবা তারাই এ প্রতিষ্ঠানে কাজ করেন।
‘সমবায়ই শক্তি সমবায়ই মুক্তি’ এই স্লোগানটি হল জাগ্রত যুবকদের আর্থিক সমস্যা সমাধানের মুক্তির অগ্রদূত। এ দেশের উন্নতিতে সমবায় সমিতি ব্যাপকভাবে অবদান রাখছে।
সমবায় সমিতির অর্থ হল সম্মিলিত প্রচেষ্টা। নিজেদের অর্থনৈতিক কল্যাণ অর্জনের সম্মিলিত প্রচেষ্টাকে সহজ অর্থে সমবায় বলে। প্রকৃত অর্থে একই শ্রেণির কতিপয় ব্যক্তি নিজেদের আর্থিক কল্যাণ সাধনের লক্ষ্যে স্বেচ্ছায় সংঘবদ্ধ হয়ে সম-অধিকারের ভিত্তিতে সমবায় আইনের আওতায় যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সংগঠন বলা হয়ে থাকে।
ক্ষুদ্রঋণ (Microcredit) এমন এক আর্থিক সেবা, যা দ্বারা ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করা হয়। সাধারণত এই ঋণ প্রদান করা হয় নিম্ন আয়ের মানুষ ও বেকারদের আত্মকর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে।
আজকাল অনেকেই শেয়ারে অর্থ বিনিয়োগ করছেন। আবার অনেকে শেয়ারকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করেন। না বুঝে অর্থ বিনিয়োগ করার কারণে অনেকই পড়তে হচ্ছে বিপদে।
DPS এর পূর্ণ রূপ হচ্ছে Deposit Pension Scheme । এটি একটি আর্থিক সঞ্চয় পরিকল্পনা যা মাসিক ভিত্তিতে হয়ে থাকে। যাদের নিয়মিত আয় রয়েছে তারা মাসিক কিস্তিতে নির্দিষ্ট টাকা জমা রেখে উচ্চ হারে মুনাফা বা সুদ ভোগ করতে পারেন এ স্কীমের মাধ্যমে।
আমাদের “MFMSBD” সফটওয়্যারে Basic Setting খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা জানি, ড্যাশবোর্ডে থাকা ফিচারগুলোর স্বয়ংক্রিয় কার্য ক্ষমতা রয়েছে। তবে সেই কার্য ক্ষমতার কিছুটা পরিবর্তন বেসিক সেটিংয়ের মাধ্যমে করা সম্ভব ।
অ্যাকাউন্টিং (Accounting) হল যেকোন প্রতিষ্ঠানের অর্থনৈতিক সত্ত্বা সম্পর্কিত আর্থিক তথ্যের নিখুঁত মূল্যায়ন। অন্যভাবে বলা যায়, অ্যাকাউন্টিং একটি সংস্থার অর্থনৈতিক কার্যকলাপের ফলাফল মূল্যায়নে সহায়তা করে।
যেকোনো আর্থিক প্রতিষ্ঠান পরিচালনায় আমাদের MFMS BD সফটওয়্যারটির পরিষেবা সহজ এবং নিখুঁত। প্রতিষ্ঠানের সংঘটিত যেকোনো ধরণের রিপোর্ট জানাতে MFMS BD আরও অনেক বেশি সহায়ক।
ড্যাশবোর্ডে থাকা রিপোর্ট গুলোর ভেতরে অন্যতম একটি হল সাপ্তাহিক বিবরণী (Weekly Report)। একটি ঋণদানকারী প্রতিষ্ঠান সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করতে চাইলে সাপ্তাহিক বিবরণীর সাথে পরিচিত হওয়া আবশ্যক।
ধরুন একটি সমবায় সমিতির(Cooperative Society) হিসাবনিকাশ প্রক্রিয়ায় শুধু বাৎসরিক রিপোর্ট পাওয়া যাবে তা কিন্তু নয়। অনলাইন সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠান প্রক্রিয়া পরিচালনার সুবিধার্থে আমরা নিয়ে এসেছি দৈনিক রিপোর্ট, সাপ্তাহিক রিপোর্ট ও মাসিক রিপোর্ট জানার সহজ সুবিধা।
ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠান পরিচালনায় সহজ উপায় বের করতে আমরা বানিয়েছি প্রত্যেকটি রিপোর্ট দেখার সুবিধা সম্বলিত সফটওয়্যার MFMS BD ।ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠান বা সমবায় সমিতি বা কোন সংস্থার কার্যপ্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে এটি সহায়ক ভূমিকা পালন করবে।
একটি ক্ষদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান বা সমবায় সমিতি অথবা কোনো সংস্থার পরিচালনা প্রক্রিয়ার সাথে মূলধন বিবৃতি পয়েন্টটি বেশ সুপরিচিত।
একটি ক্ষুদ্রঋণ (MicroFinance) প্রদানকারী প্রতিষ্ঠানের কাজই হচ্ছে ক্ষুদ্র ঋণদানে ছোট-মাঝারি উদ্যোক্তা, দরিদ্র ও স্বল্প আয়ের মানুষদের শর্ত সাপেক্ষে নগদ অর্থ প্রদানে সহায়তা করা।
একটি প্রতিষ্ঠানের আয় থাকলে, ব্যয় (Expense) থাকবে! অন্যান্য যেকোনো প্রতিষ্ঠানের মতো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান বা সংস্থা গুলোতেও হিসাব-নিকাশ নিয়ন্ত্রণে রাখতে হয়।
দেশের যেকোনো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান (MicroFinance Organization)কে সফটওয়্যার বেইজ পরিচালনা করতে চাইলে খাতাকলমের কোন প্রয়োজন পড়বে না। দরকার হবে না আয়-ব্যয় সহ যাবতীয় হিসাবকেতাব টুকে রাখার জন্য এনালগ কোন পদ্ধতি।
ঋণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় গুলোর মধ্যে ঋণ নিরাপত্তা (Loan Securities) অন্যতম। একটি প্রতিষ্ঠান কাউকে ঋণ প্রদান করার পূর্বে অবশ্যই ঋণের নিরাপত্তা নিয়ে ভাবে, কারণ জামানত বিহীন ঋণ প্রদানের ব্যাপারটা উক্ত গ্রহীতার সক্ষমতা ও আর্থিক সম্পদের উপর নির্ভরশীল।
লোন বা ঋণ(Loan) সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা পর্বটা অনেক দীর্ঘ। একটি ক্ষুদ্র ঋণদান সংস্থা বা প্রতিষ্ঠান গ্রাহকদের মধ্যে কিছু কন্ডিশন আরোপ করে ঋণ প্রদান করে থাকে।
ঋণ(Loan) বলতে আমরা বুঝি শর্ত সাপেক্ষে সেবা প্রদান যা নির্দিষ্ট সময়ের পরে ফেরতযোগ্য। কিন্তু ক্ষুদ্রঋণ হচ্ছে এমন একটি ঋণপ্রক্রিয়া যেখানে ঋণের আকার ছোট, ঋণের মেয়াদ সল্প, সহজ শর্ত এবং বিনা জামানতে ঋণ সেবা প্রদান করে।
কেউ যখন কোনো ব্যাংক, বন্ধু, আত্মীয়, সংস্থা বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান(MicroFinance Organization) থেকে ভবিষ্যতে সুদ সহ মূলধন ফেরত দেয়ার আশ্বাস দিয়ে টাকা ধার করে তাকে ঋণ (Loan) বলা হয়।
কোন ঋণদান প্রতিষ্ঠান(MicroFinance Organization) বা কোন এনজিওর অবশ্যই শাখা থাকতে পারে। আমরা দেখিযে দেশের আনাচেকানাচে অনেক বড়বড় এনজিও বা সংস্থা তাদের ঋণদান কার্যক্রম পরিচালনা করে আসছে এবং কোনো ধরনের জট-ঝামেলা ছাড়াই পরিচালনা করছে।
অ্যাকাউন্টিং (Accounting) হল ঋণদানকারী প্রতিষ্ঠানের অর্থনৈতিক সত্ত্বা সম্পর্কিত আর্থিক তথ্যের নিখুঁত মূল্যায়ন। ব্যবসার ভাষা হিসেবে বিবেচিত অ্যাকাউন্টিং একটি সংস্থার অর্থনৈতিক কার্যকলাপের ফলাফল মূল্যায়নে সহায়তা করে।
কর্মচারী (Employee) ছাড়া কোন প্রতিষ্ঠান চালিয়ে যাওয়া যেমন কঠিন তেমনি প্রায় অসম্ভবও। বিশেষ করে ঋণদান প্রতিষ্ঠান ( MicroFinance Organization) গুলোর কার্যক্রম সচল রাখতে কর্মচারীর ভূমিকা সবচেয়ে বেশি।
একটি সফটওয়্যারের স্বার্থকতা তখনই যখন গ্রাহককে সেবা নিশ্চিত করা যায়। আর একটি ঋণদান প্রতিষ্ঠানের স্বার্থকতা তখন যখন তাদের গ্রাহক বা সঞ্চয়ীদের হিসাবনিকাশ সুষ্ঠু ও সহজ উপায়ে পরিচালনার নিশ্চয়তা পাওয়া যায়।
আপনি যদি ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠান( MicroFinance Organization) বা একটি সমবায় সমিতি শুরু করে থাকেন তাহলে প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরো সহজতর ও গতিশীল করতে অথবা যুগের সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে অবশ্যই উন্নতমানের ড্যাশবোর্ড সম্বলিত একটি সফটওয়্যারের প্রয়োজন আছে।
গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ তথা দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ঋণদান(MicroFinance) প্রতিষ্ঠান বা এনজিওগুলো বহুমুখী কর্মসূচী গ্রহণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় তাদের সেবাধর্মী কার্যক্রম সম্প্রসারণ করতে সক্ষম হয়েছে।
ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠান (Microfinance Provider Organization) বলতে সাধারণত কোন এনজিও, সমবায় সমিতি, পল্লী ও কৃষি উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন নামের জামানতবিহীন কিস্তি শর্তসাপেক্ষে অল্পপরিধির আর্থিক সুবিধা দেয়া বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানকে বোঝায়।
Micro শব্দটির বাংলা অর্থ ক্ষুদ্র এবং Credit শব্দের বাংলা অর্থ ঋণ। তাই আমরা বলতে পারি ইংরেজি MicroCredit শব্দের বাংলা অর্থ ক্ষুদ্রঋণ। ক্ষুদ্রঋণ'কে ইংরেজিতে MicroFinance'ও বলা যায়।
আপনারা জানেন, মাইক্রোফিন্যান্স বা ক্ষুদ্রঋণ এমন এক আর্থিক সেবা, যা দ্বারা ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করা হয়। সাধারণত এইসব ঋণ প্রদান করা হয় নিম্ন আয়ের মানুষ ও বেকারদের আত্মকর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে।
ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠান পরিচালনায় আমাদের সফটওয়্যারের প্রয়োজনীয়তা অপরিহার্য। আপনি অনেকদিন যাবত একটি সমবায় সমিতি বা ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠান এনালগ পদ্ধতিতে পরিচালনা করে আসতেছেন।
জনসংখ্যা বৃদ্ধির সাথেসাথে মানুষের চাহিদাও বেড়েছে।