MFMSBD সফটওয়্যারটি তৈরী করা হয়েছে মূলত, আর্থিক প্রতিষ্ঠানের জন্য যা সদস্যদের তথ্য সংরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনার কাজ সহজ ও সাবলিলভাবে করতে পারে। আর্থিক প্রতিষ্ঠান গুলো হলো; যেমন- বিভিন্ন সমবায় সমিতি, মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি, এনজিও ও বীমা প্রতিষ্ঠান। সকল প্রকার আর্থিক প্রতিষ্ঠান গুলো পরিচালনায়, এই সফটওয়্যার ইতোমধ্যেই বেশ সুনাম কুড়িয়েছে। বাজারে আসার পর থেকে এখন পর্যন্ত শতকের অধিক প্রতিষ্ঠান সেবা গ্রহণ ও পরিচালনা করছে। এই সফটওয়্যারটির মাধ্যমে সমবায় সমিতি পরিচালনার প্রায় 100% কাজ খুব সহজেই করে ফেলা যায়। এই MFMS BD সফটওয়ারের মাধ্যমে সহজেই কোন আর্থিক প্রতিষ্ঠানের সকল শেয়ার হোল্ডার, কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের ছবিসহ সকল প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ (Save), সংযোজন (Add), বিয়োজন (Delete), সম্পাদনা (Edit) এবং তল্লাশি (Search) করা যায়।
নতুন সদস্য ভর্তিঃ
যেকোনো ধরনের সমবায় সমিতি, এনজিও ও মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’র চালিকা শক্তি উক্ত প্রতিষ্ঠানের সক্রিয় সদস্যবৃন্দ। যে সমিতিতে যত বেশি সদস্য, সেই সমিতি তত বেশি সমৃ্দ্ধ। একজন নতুন সদস্য ভর্তি হতে হলে সমিতির কিছু নিয়ম-কানুন বা শর্ত মেনে নিয়ে ভর্তি হতে হয়। সমিতিতে নতুন সদস্য ভর্তি হতে হলে কমপক্ষে একটি শেয়ার, শেয়ার পরিমান সঞ্চয় ও ভর্তি ফি বাবদ কিছু টাকা প্রদান করতে হয়। একটি শেয়ারের মূল্য কমপক্ষে ১০০ টাকা বা তার অধিক হতে পারে, যা প্রতিষ্ঠানের নীতির উপর নির্ভর করে। ভর্তির সময় সদস্যের কাছ থেকে এক কপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, দুইকপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই জমা দিতে হয় এবং ভর্তি ফরমের সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হয়।
এই সকল কার্যাদি সুষ্ঠভাবে পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা নিয়ে এসেছি MicroFinance Management System BD - MFMSBD সফটওয়্যার। আমরা এসব ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজ পত্রের জন্য নিরাপত্তা সম্বলিত আপলোড অপশন সহ তৈরি করেছি আকর্ষণীয় অনলাইন ভিত্তিক সফটওয়্যার MFMS BD
⭐বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://www.mfmsbd.com/registration