ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠান (Microfinance Provider Organization) বলতে সাধারণত কোন এনজিও, সমবায় সমিতি, পল্লী ও কৃষি উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন নামের জামানতবিহীন কিস্তি শর্তসাপেক্ষে অল্পপরিধির আর্থিক সুবিধা দেয়া বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানকে বোঝায়। বিভিন্ন ক্যাটাগরির প্রতিষ্ঠান তাদের নিজনিজ শ্রেণির মানুষকে ঋণ দিয়ে থাকে। আবার কিছু প্রতিষ্ঠান সকল শ্রেণি বা পেশার লোকজনকে শুধুমাত্র শর্তসাপেক্ষে ঋণ প্রদান করে থাকে। কৃষি উন্নয়ন সংগঠন গুলো আবার ছোট আকারে কৃষিঋণ(Agricultural Loan) বিতরণের মূল লক্ষ্য নিয়ে কাজ করে। পল্লী উন্নয়ন সংস্থা (Rural Development Organization)গুলো গ্রামের আর্থসামাজিক উন্নয়নে সীমিত আকারে ঋণ প্রদান করে থাকে। কোন এলাকা বা বাজারের দোকান মালিক কর্তৃক পরিচালিত সমবায় সমিতি(Co-Operative Society) সেই এলাকার নির্দিষ্ট দোকান ব্যবসায়ীদের ঋণ দিয়ে থাকে। এরকম অনেক প্রতিষ্ঠান শ্রেণিভেদে ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে আর্থিক উন্নয়নে ভূমিকা রাখছে। যারফলে বেশিরভাগ ঋণ গ্রহীতা পরিবর্তীতে স্ব-কর্মসংস্থান বা কোনো না কোনো প্রকল্পে বিনিয়োগ করছে, সংসারের স্বাভাবিক আয়ের উৎসের সাথে বাড়তি আয় সৃষ্টি করছে।
এসব ঋণদান প্রতিষ্ঠান তাদের ঋণ নিরাপত্তা(Loan Securities) নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ নেয়। এরপর ব্যক্তি বা সমিতি দুটোর মাধ্যমে লেনদেন হয়। নিয়মিত সাপ্তাহিক সভায় নির্দিষ্ট একটি স্থানে লেনদেন হয়। সদস্য ও সদস্যদের দোরগোড়ায় আর্থিক সেবা পৌঁছে দেয়ার জন্য ঋণ কর্মকর্তারা সদস্যদের বাড়িতে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সেবা নিশ্চিত করে। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান বা সংস্থা গুলো উন্নয়নে যুগোপযোগী ভূমিকা রাখছে, যারমধ্যে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে (Poverty reduction) ক্ষুদ্র ঋণ এর কার্যকর ফলাফল সবার জানা। পাশাপাশি দেশের আর্থসামাজিক বিভিন্ন সূচকের মান উন্নয়নে ক্ষুদ্র ঋণের অবদান অনস্বীকার্য।
ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো প্রায় তিন-চার দশক আগে শুধু কিছু ঋণ প্রদানের মাধ্যমে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে এর পরিধি অনেক বিস্তৃত হয়েছে। ফলে এর কর্মপরিধির অনেক বিস্তৃতি ও গ্রহণযোগ্যতা বেড়েছে। সাধারণত অনেকে মনে করে, ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে কোন ঋণদান প্রতিষ্ঠান বা সংস্থা ৫-১০ হাজার টাকা একটা পরিবারকে দিয়ে থাকে। সময় ও চাহিদার পরিপ্রেক্ষিতে সদস্যদের বিনিয়োগ সক্ষমতা, অভিজ্ঞতা বৃদ্ধি ও গ্রাজুয়েশন হওয়ার ফলে ঋণগ্রহীতাদের মধ্যে থেকে একটা বড় অংশ ক্ষুদ্র উদ্যোক্তার সৃষ্টি হয়েছে। যারা ১০-২০ লাখ টাকা নিয়ে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পে বিনিয়োগ করে এবং অনেক মজুরিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে।
আর্থসামাজিক উন্নয়নে যেমন একটি ঋণদান প্রতিষ্ঠানের অনস্বীকার্য অবদান আছে তেমনিভাবে আমরাও আপনাদের প্রতিষ্ঠানে অতিসামান্য অবদান রাখতে নিয়ে এসেছি MicroFinance Management System - MFMS BD একটি কাজে বিশ্বাসী সফটওয়্যার। আমরা এসব ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠানের জন্য নিরাপত্তা সম্বলিত ড্যাশবোর্ড সহ তৈরি করেছি আকর্ষণীয় অনলাইন ভিত্তিক সফটওয়্যার MFMS BD
⭐বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://demo.mfmsbd.com
💺আমাদের অফিসঃ-
OS CLiCKS Ltd.
160, Lake Circus,
Kalabagan, Dhaka-1205