গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ তথা দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ঋণদান(MicroFinance) প্রতিষ্ঠান বা এনজিওগুলো বহুমুখী কর্মসূচী গ্রহণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় তাদের সেবাধর্মী কার্যক্রম সম্প্রসারণ করতে সক্ষম হয়েছে। অর্থাৎ সংস্থাগুলোর ক্ষুদ্রঋণ কর্মসূচী তাদের টার্গেটভুক্ত দরিদ্র জনগোষ্ঠীর জীবন ধারার সঙ্গে ব্যাপকভাবে সম্পৃক্ত হয়েছে।
সর্বোপরি পল্লী অঞ্চলের দরিদ্র জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্রঋণে অভিগমন ঋণদান প্রতিষ্ঠান তথা সমবায় সমিতি ও এনজিও(NGO) গুলোর জন্য একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে। এরা শুধু দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন নিয়েই কাজ করছে না, নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের লক্ষ্য নিয়েও কাজ করছে।
টার্গেটভুক্ত জনগোষ্ঠীর অধিকাংশই হচ্ছে গ্রামীণ দরিদ্র নারী(Rural Poor Women)। তৃণমূল পর্যায়ে নারীদের সুসংগঠিত করে দল গঠনের মাধ্যমে জীবনমুখী খাতে জামানতবিহীন পরিশোধযোগ্য স্বল্প পরিমাণ অর্থ প্রদান করে তাদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা হচ্ছে। অর্থাৎ আয় বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ দরিদ্র নারীদের ক্ষমতায়নের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।
উন্নয়ন অর্থনীতি(Development Economics) অনুসারে, ক্ষমতায়ন হলো নারীদের কৌশলগত জীবনের সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা। যা তারা আগে তাদের লিঙ্গ বৈষম্যের কারণে করতে পারেনি। পৃথক পছন্দ অনুশীলন করার ক্ষমতা তিনটি আন্তঃসম্পর্কিত উপাদানের ওপর ভিত্তি করে যেমন- সম্পদ, সংস্থা এবং কৃতিত্ব ইত্যাদি। ‘সম্পদ’ শব্দটি শারীরিক, মানবিক ও সামাজিক সম্পদের প্রত্যাশা এবং বরাদ্দকে বোঝায়। যখন একজনের লক্ষ্য ক্রিয়া ও ফলাফলের ওপর নিয়ন্ত্রণ থাকে, তখন তাদের সংস্থার অংশ হিসেবে উল্লেখ করা হয়। নারীর কৃতিত্ব বা অর্জনগুলো নারীর ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখে। বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়ন অপরিহার্য।
ক্ষুদ্রঋণ সেবা নারী ও তাদের পরিবারকে ক্ষমতায়ন করতে সাহায্য করার এক গুরুত্বপূর্ণ উপায়। নারীর ক্ষমতায়নের ত্রিমাত্রিক মডেল অনুযায়ী নারীর ক্ষমতায়ন তিনভাবে ঘটতে পারে।
(১) মাইক্রো-লেভেলে, একজন ব্যক্তির চিন্তাভাবনা এবং কর্মকে ব্যক্তিগত ক্ষমতায়ন হিসেবে বিবেচনা করা হয়।
(২) মেসো-লেভেলে- অন্যদের সম্পর্কে বিশ্বাস এবং কর্মের সঙ্গে সম্পর্কীয় ক্ষমতায়নকে বোঝায়।
(৩) ম্যাক্রো লেভেলে-যেখানে সামাজিক ক্ষমতায়ন একটি বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে ফলাফল বা ফলাফলের মতো প্রত্যক্ষ ও সমস্যাগুলো উপলব্ধি করা হয়।
পরিশেষে বুঝতে পারি, ক্ষুদ্র ঋণ কার্যক্রম এখন আর শুধু পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ নেই, নারীপুরুষের অনুপাত ভুলে তারা সর্বত্র আর্থিক ভূমিকা রাখতে সক্ষম। প্রত্যেক প্রতিষ্ঠান প্রসারের পাশাপাশি এর কার্যক্রমকেও আধুনিকায়ন করা জরুরি, তাই এগুলোকে ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করা একান্তই দরকার, যাতে ঋণদান প্রতিষ্ঠান গুলো অনেক সহজ পন্থায় তাদের লক্ষ্যে পৌঁছোতে পারবে বলে আশা করা যায়। আপনাদের জন্য আছে মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠান কম্পিউটারের সাহায্যে অনলাইন পরিচালনার জন্য আমাদের তৈরি MFMS BD সফটওয়্যার।
বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://demo.mfmsbd.com
💺আমাদের অফিসঃ-
OS CLiCKS Ltd.
160, Lake Circus,
Kalabagan, Dhaka-1205