কেউ যখন কোনো ব্যাংক, বন্ধু, আত্মীয়, সংস্থা বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান(MicroFinance Organization) থেকে ভবিষ্যতে সুদ সহ মূলধন ফেরত দেয়ার আশ্বাস দিয়ে টাকা ধার করে তাকে ঋণ (Loan) বলা হয়। মূলধন হলো আসল টাকা যা সেই ব্যাক্তি ধার হিসাবে নিয়েছে এবং সুদ হলো সেই টাকার উপর ব্যাক্তিকে অতিরিক্ত কিছু টাকা ঋণ প্রদানকারীকে দিতে হয়।
কোন সংস্থা বা ঋণদান প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিয়মানুযায়ী তারা জামানত ছাড়াই ঋণ প্রদান করে থাকে। জামানত ছাড়া ঋণ প্রদানের ক্ষেত্রে একটা ঝুঁকি থাকে। কিন্তু প্রতিষ্ঠান গুলো ঝুঁকির কথা মাথায় রেখেই গ্রাহক বাছাই করার পাশাপাশি ঋণদান প্রতিষ্ঠানের সুষ্ঠু পদ্ধতি ব্যবহার করে যাতে ঋণ গ্রহীতাদের ব্যাপারে সচেতন থাকা যায়। কোনো ঋণগ্রহীতা যেনো কোনোভাবেই অনিয়ম করার সুযোগ না পায় সেজন্য ডিজিটাল পদ্ধিতে প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ পথ বেছে নেয়াই শ্রেয়। এজন্য বেশিরভাগ ঋণদান প্রতিষ্ঠানে এখন সফটয়্যার ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে আমাদের MFMS BD এর বিকল্প হয় না।
কোনো প্রতিষ্ঠান কাউকে ঋণ প্রদান করলে অবশ্যই খাতাকলমে হিসেবের মাধ্যমে অথবা ফাইল আকারে তার একটা তালিকা তৈরি করে থাকে। পরবর্তীতে যেকোনো সময় সেটিকে অনুসন্ধান করার প্রয়োজন হয়। এভাবে ফাইল আকারে তাদের লিস্ট অল্প সময়ে খুজে পাওয়া নিশ্চয়ই টাফ ব্যাপার। এই টাফ কথাটাকে ইজি করতে আমরা নিয়ে এসেছি মাইক্রোফিন্যান্সের Loan Search অপশন। এটা আপনার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে আরো সহজ করে তুলতে যথেষ্ট সহায়তা করবে।
একটি ঋণপ্রদান জনিত কার্যক্রম সহজ করতে MFMS BD'তে ঋণ অনুসন্ধান (Loan Search) মেন্যুতে ক্লিক করে আপনার সমবায় সমিতি বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের যেকোনো ঋণ গ্রহীতার আইডি নম্বর লিখে সার্চ করে তাদের অবস্থা বা ধরণ সম্পর্কে জানা যাবে। এছাড়াও পেন্ডিং, এপ্রুভড, রিফিউজড, এবান্ডন্ড ও ক্লিয়ার্ড কিওয়ার্ড ইউজ করে ঋণ গ্রহীতার তালিকা খুব সহজেই যানা যায়। মোটকথা Loan Search অপশন ইউজ করে উক্ত ঋণ গ্রহীতার যাবতীয় স্ট্যাটাস জানা খুব সহজ ও নিরাপদ হবে। এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের সফটয়্যারটির খোঁজ নিতে ভুলবেন না!
বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://demo.mfmsbd.com
💺আমাদের অফিসঃ-
OS CLiCKS Ltd.
160, Lake Circus,
Kalabagan, Dhaka-1205