ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠান পরিচালনায় আমাদের সফটওয়্যারের প্রয়োজনীয়তা অপরিহার্য। আপনি অনেকদিন যাবত একটি সমবায় সমিতি বা ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠান এনালগ পদ্ধতিতে পরিচালনা করে আসতেছেন। এনালগ পদ্ধতি অর্থাৎ হাতে কলমে হিসাব-নিকাশ করা। যা আপনার প্রতিষ্ঠান পরিচালনায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন- অনেক সময় অপচয়, ডেবিড ও ক্রেডিটের হিসাব না মেলার আশংকা, হিসাবের নথি বা লেজার বুক হারিয়ে যাওয়ার আশংকা, প্রতিষ্ঠানের ব্যয় হিসাবের ত্রুটি, সঞ্চয়ী ও ঋণ গ্রহীতার হিসাবের তারতম্য ইত্যাদি।
আমরা এই সকল বিষয় মাথায় রেখে আপনার প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনর জন্য নিয়ে এসেছি একটি অত্যাধুনিক অনলাইন সুবিধা সম্বলিত MFMS BD নামক উন্নতমানের সফটওয়্যার। এটি আপনার ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের দৈনন্দিন হিসাব-নিকাশ, মূল্যবান সময় ও আপনার শ্রম অপচয় থেকে আপনাকে রক্ষা করবে। আশা করি আমাদের তৈরি বোধগম্য ফিচার ও ফাংশন সম্বলিত বিশেষ সফটওয়্যারটি আপনার প্রতিষ্ঠানকে সফলভাবে পরিচালিত করতে ছায়া হয়েই পাশে থাকবে ।
আমাদের সফ্টওয়্যারে আপনার ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠানের সঞ্চয়, ঋণ, আয়-ব্যয় এবং কর্মী ব্যবস্থাপনা সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ফিচার রয়েছে। আমাদের সফ্টওয়্যারটিতে যেসকল সুবিধা পাবেন তা নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা হল।
* সমবায় সমিতি বা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মালিকগণ এক নজরে আপডেট দেখার জন্য ড্যাশবোর্ড ব্যবহার করতে পারবেন।
* যেকোনো ডিভাইসে সফ্টওয়্যার ব্যবহার করতে পারবেন- হোক সেটা ডেস্কটপ, ল্যাপটপ বা আপনার মোবাইল ফোন।
* আছে একাধিক ব্যবহারকারী, একাধিক শাখা এবং শাখা-ভিত্তিক ব্যবহারকারীর সুবিধা।
* আছে মাসিক, সাপ্তাহিক, এমনকি দৈনিক ঋণ আদান প্রদান সুবিধা।
* আমরা দিচ্ছি আপনার সমবায় সমিতি বা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সকল বিষয়ের উপর বিস্তারিত রিপোর্ট দেখার সুবিধা।
* আমরা দিচ্ছি বিশেষ একটি সুবিধা, আপনার প্রয়োজনীয় কোনো অপশন চাইলে আপনার জন্য দিছি সফ্টওয়্যার কাস্টমাইজ সুবিধা।