বাংলাদেশের একটি অংশ দারিদ্র সীমার নিচে বসবাস করে। এদেশের কৃষক শ্রমিক, ক্ষুদ্র পুঁজির মালিক, কারিগর, জেলে, তাঁতি প্রভৃতি শ্রেণির লোক নানা সমস্যায় জর্জরিত। এদের আর্থিক দিক থেকে সাবলম্বী করে জীবনযাত্রার মানোন্নয়নে সমবায় সমিতির ভূমিকা অপরিসীম। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় সমিতির অবদান নিম্নরূপ বর্ণনা করা হলো:
যৌথ প্রচেষ্টার ক্ষেত্র তৈরী : যেখানে একক প্রচেষ্টায় সফলকাম হওয়া যায় না সেখানে যৌথ প্রচেষ্টায় সমবায় সমিতি গঠন করে সমাজের বিত্তহীন মানুষগুলো নিজেদের অর্থনৈতিক কল্যাণ সাধনের চেষ্টা করে।
মূলধন গঠন : দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মূলধন গঠন ও তা বিনিয়োগ অপরিহার্য। দেশের অধিকাংশ লোক গরীব বলে তারা এককভাবে এ মূলধন গঠন করতে পারে না। তবে সমবায় সমিতি গঠনের মাধ্যমে এর সদস্যরা তাদের স্বল্প পুঁজি একত্রিত করে মূলধন গঠন করতে পারে।
আত্মসচেতনতা ও ঐক্য সৃষ্টি : ব্যক্তি স্বার্থ যেখানে সীমিত একক প্রচেষ্টায় সেখানে সাফল্য আসে না। সেখানে যৌথ প্রচেষ্টার মাধ্যমে সমবায় সমিতি তার সদস্যদের মধ্যে আত্মসচেতনতা বৃদ্ধি ও ঐক্য সৃষ্টি করে তাদের মধ্যে অর্থনৈতিক সাফল্য এনে দেয়।
ঋণের সুযোগ সৃষ্টি : বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী আর্থিক সংকটের সময় মহাজন শ্রেণীর কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে হিতে বিপরীত অবস্থার সৃষ্টি করে। এ সকল লোককে একত্রিত করে ঋণদান সমবায় সমিতি গঠন করা গেলে সেখান থেকে তারা সহজেই ঋণ গ্রহণ করতে পারবে।
কুটির শিল্পের সম্প্রসারণ ও উন্নয়ন : আমাদের দেশে অনেক ক্ষুদ্র শিল্প রয়েছে যার মালিকগণ সীমিত সামর্থ্যরে কারনে একক প্রচেষ্টায় সাফল্য অর্জন করতে পারে না। এক্ষেত্রে সমবায় সমিতি গঠনের মাধ্যমে সহজেই উক্ত শিল্পের সম্প্রসারণ ও উন্নয়ন সম্ভব হয়।
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি : সমবায় সমিতি সমাজের বিত্তহীন মানুষদের সংগঠিত করে ক্ষুদ্র ও কুটির শিল্পসহ অন্যান্য প্রতিষ্ঠান গঠনে সহায়তা করে। এতে শিল্প মালিকদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি বাইরের লোকদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
দক্ষতার উন্নয়ন : সমবায় সমিতি সদস্যদের শুধুমাত্র ঐক্যবদ্ধই করে না এবং বিভিন্ন প্রকার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকে কার্যসম্পাদনে দক্ষ করে তোলে।
নৈতিক শিক্ষাদান : দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় এর সদস্যদের প্রশিক্ষণ সুবিধা প্রদানের সাথে সাথে একতা, সাম্য, সততা, সহযোগিতা, গণতন্ত্র, বন্ধুত্ব, সেবা ইত্যাদি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলে।
আমরা এসকল মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠান গুলোর কথা মাথায় রেখেই সম্পূর্ণ নিজ উদ্যাগে তৈরি করেছি MicroFinance Management System BD - MFMSBD নামক বিশেষ এই সফটওয়্যারটি। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি, আপনার আর্থিক প্রতিষ্ঠান বা সমবায় সমিতির হিসাব-নিকাশ ও যাবতীয় কার্যাদি স্বল্প সময়ে নিখুঁতভাবে পরিচালনা করতে পারবেন। আশা করি এই অত্যাধুনিক সফটওয়্যারটি আপনাদের চাহিদার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবে।
সফটওয়্যারটি ব্যবহারের খরচ -
আমরা এই সফটওয়্যারের খরচ নির্ধারণ করি আপনার সমিতি বা সংস্থার বেশ কয়েকটি বিষয়কে মাথায় রেখে (গ্রাহকের সংখ্যা তার মধ্যে অন্যতম)। কারণ, আপনার রিকুয়ারমেন্টগুলো প্রায়ই পরিবর্তন হতে পারে - যেমন গ্রাহকের সংখ্যা, কর্মচারীর সংখ্যা, কাস্টমাইজেশনের পরিমাণ, স্থানান্তরিত করা ডেটা ইত্যাদি।
⭐বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://www.mfmsbd.com/registration