বাংলাদেশের একটি অংশ দারিদ্র সীমার নিচে বসবাস করে। এদেশের কৃষক শ্রমিক, ক্ষুদ্র পুঁজির মালিক, কারিগর, জেলে, তাঁতি প্রভৃতি শ্রেণির লোক নানা সমস্যায় জর্জরিত। এদের আর্থিক দিক থেকে সাবলম্বী করে জীবনযাত্রার মানোন্নয়নে সমবায় সমিতির ভূমিকা অপরিসীম। স্বাধীনতা লাভের পর বাংলাদেশে দরিদ্র ও বিত্তহীন মানুষের অর্থনৈতিক কল্যাণের জন্য যে সকল সমবায় সমিতি গঠন করা হয় নানাবিধ সমস্যার কারনে আজও তা সফলতার মুখ দেখেনি। বাংলাদেশে সমবায় সমিতির ক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ দূরীকরণের জন্য নিম্নে কতিপয় উপায় বা পন্থা বর্ণনা করা হলো-
বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ :
বাস্তবতা বিবেচনা করে দেশের সমবায় সমিতিসমূহের জন্য একটি পরিকল্পনা প্রণীত হওয়া উচিত। এতে জাতীয়, কেন্দ্রীয় ও প্রাথমিক সমিতিসমূহ কোথায়, কিভাবে, কতটুকু অবদান রাখবে তা নির্ণীত হওয়া আবশ্যক।
প্রশিক্ষণ কর্মসূচী জোরদার :
সমবায় সমিতিসমূহের কাজ জোরদার করার জন্য সকল পর্যায়ে ব্যাপক ভিত্তিক প্রশিক্ষণ কর্সসূচী গ্রহণ করা প্রয়োজন। এজন্য সরকারের পক্ষ হতে ও প্রয়োজনে বেসরকারি সাহায্য সংগঠন গুলোর পক্ষ হতে সমবায়ীদের নিয়মিত প্রশিক্ষণ দেয়া দরকার।
ব্যাপক প্রচারনা :
সমবায় সম্বন্ধে জাতীয় প্রচার মাধ্যমসমূহে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা প্রয়োজন। আদর্শ সমবায় প্রতিষ্ঠান ও সমবায়ীদের জাতির সামনে তুলে ধরা দরকার। ফলে তাদের দেখে বা তাদের কথা শুনে সমবায়ী ও জনগণ উৎসাহিত হয়।
শিক্ষাক্রমে সমবায় বিষয় অন্তর্ভূক্তকরণ :
সমবায়ের গুরুত্ব ও শিক্ষাকে জনসমক্ষে ব্যাপকভাবে তুলে ধরার জন্য প্রাথমিক, মাধ্যমিক ও সম্ভব হলে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাক্রমে তা অন্তর্ভূক্ত করা প্রয়োজন।
নির্বাহীদের প্রণোদনা দান :
নির্বাহীদের কার্য সন্তুষ্টি ও তৎপরতার ওপর সমবায়ের সাফল্য নির্ভর করে। তাই নির্বাহীদের জন্য প্রয়োজনীয় প্রণোদনার ব্যবস্থা থাকা উচিত।
দূর্নীতি ও স্বজনপ্রীতি রোধ :
সমবায় সমিতিসমূহকে কেন্দ্র করে যে দূর্নীতি ও স্বজনপ্রীতির প্রবণতা লক্ষ্য করা যায় তা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত। এজন্য সমবায়ে উন্নত ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তন জরুরী।
সমবায় বিভাগের উন্নয়ন :
সরকারের সমবায় বিভাগ সমবায় আন্দোলনের উন্নয়নে নেতৃত্ব দানে উপযোগী একটি প্রতিষ্ঠান। কিন্তু এই বিভাগে যে আমলাতান্ত্রিকতা বিদ্যমান তা দিয়ে আন্দোলনকে এগিয়ে নেয়া সম্ভব নয়। তাই এক্ষেত্রে সমবায়ের আদর্শে উদ্বুদ্ধ লোকদের বসানো উচিত।
সরকারি সহযোগিতা বৃদ্ধি :
বাংলাদেশে সমবায় আন্দোলনের উন্নয়নে যে পরিমান অর্থ ব্যয় হয়, অন্যান্য কর্মকান্ডে ব্যয়িত অর্থের তুলনায় তা নেহায়েতই কম। তাই সকল ক্ষেত্রে সরকারি আর্থিক ও অনার্থিক সহযোগিতা আরো বৃদ্ধি করা প্রয়োজন।
আমরা এসকল মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠান গুলোর কথা মাথায় রেখেই সম্পূর্ণ নিজ উদ্যাগে তৈরি করেছি MicroFinance Management System BD - MFMSBD নামক বিশেষ এই সফটওয়্যারটি। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি, আপনার আর্থিক প্রতিষ্ঠান বা সমবায় সমিতির হিসাব-নিকাশ ও যাবতীয় কার্যাদি স্বল্প সময়ে নিখুঁতভাবে পরিচালনা করতে পারবেন। আশা করি এই অত্যাধুনিক সফটওয়্যারটি আপনাদের চাহিদার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবে।
সফটওয়্যারটি ব্যবহারের খরচ -
আমরা এই সফটওয়্যারের খরচ নির্ধারণ করি আপনার সমিতি বা সংস্থার বেশ কয়েকটি বিষয়কে মাথায় রেখে (গ্রাহকের সংখ্যা তার মধ্যে অন্যতম)। কারণ, আপনার রিকুয়ারমেন্টগুলো প্রায়ই পরিবর্তন হতে পারে - যেমন গ্রাহকের সংখ্যা, কর্মচারীর সংখ্যা, কাস্টমাইজেশনের পরিমাণ, স্থানান্তরিত করা ডেটা ইত্যাদি।
⭐বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://www.mfmsbd.com/registration